December 25, 2024
সাহিত্যকবিতা

আমারে মেরে ফেলা এতো সহজ নয়

সৈকত আমীন।।

 

আমারে মেরে ফেলা এতো সহজ নয়।

রেঙ্গুনের প্রতি রাস্তায় শেকড়ের মতো ছড়িয়ে আছে রক্ত দিয়ে লেখা কবিতা আমার।

যেভাবেই বিনাশ করতে চাও প্রভু! লাভ নেই।

ক্যান্সারের মতো বুকের ভেতর বিদ্রোহ বাসা বেঁধেছে আমার,
মহামারীর চেয়ে তীব্র বেগে ছড়িয়ে যাবে তা সমস্ত মায়ানমারে,

আমি অন্ধের চোখেও দৃশ্যিত হব
বোবার কণ্ঠেও বিস্ফোরিত হব

স্কুল ফেরত শিশুদের হাতে রণসঙ্গীতের মতো উন্মাদ ছন্দে রচিত হবে আমার জীবনের ইস্তেহার।

তীব্র থেকে তীব্র চিৎকারে ঘোষণা করা হবে-
কলমের সাথে বন্দুকের কোনো সন্ধি নেই।

আমারে মেরে ফেলা সহজ নয়,
আমারে বিনাশ করা সহজ নয়।

সিরিয়া ইয়েমেনে
ফিলিস্তিন আরকানে
ঢাকায় বা রেঙ্গুনে জুলুমের বিরুদ্ধে
যারাই কবিতা লেখে, গান গায়
যারা অধিকারের কথা কয়,
তারা প্রত্যেকেই আমি, আমার বিনাশ এতো সহজ নয়।

হে সামরিক সেনাপতি,
জেনে রেখো,

নাপিতের হাতে খুর তুলে দিয়ে
বিশ্বাসে আমি নিজ গলা এগিয়ে দেই,
অথচ পতাকা হাতে আমার কবরের সামনে দাঁড়ালেও তোমাদের আমি বিশ্বাস করি না।

ওরা মাথায় গুলি চালাতে পারে
কিন্তু ওরা জানে না
বিপ্লব আমাদের বুকের ভেতর।

[মিয়ানমারের কবি খেঠ থি হত্যার প্রতিবাদে লেখা]