November 24, 2024
নারী'র খবরবিদেশফিচার ২

নারীশূন্য হয়ে যাবে মেক্সিকো

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। একদিনের জন্য নারীশূন্য হয়ে যাবে গোটা মেক্সিকো। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস-আদালত, রেস্টুরেন্ট, দোকান, স্কুল-কলেজসহ কোন কর্মক্ষেত্রে অংশ নেবে না দেশটির  কোন নারী একদিনের জন্য। নারীর বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়ার প্রতিবাদে এই অভিনব কর্মসূচির ডাক দিয়েছেন মেক্সিকোর নারীবাদী অ্যাক্টিভিস্টরা। আগামী ৯ মার্চ, সোমবার পুরো দেশজুড়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

‘নারীবিহীন একদিনের একটি দেশ’ হবে মেক্সিকো। মেক্সিকোর কয়েকটি নারীবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এমন কর্মসূচি ঠিক করা হয়েছে। দেশটিতে যৌন সহিংসতার ঘটনা ব্যাপক বৃদ্ধি ও গত মাসে দুজন নারী হত্যার ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার ওই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন কর্মক্ষেত্রসহ সকল ধরণের কর্মকাণ্ড থেকে সব নারী বিরত থাকার মাধ্যমে যৌন সহিংসতার প্রতিবাদ, লিঙ্গভিত্তিক সমতা নিশ্চিতের দাবি ও ম্যাচিসমো সংস্কৃতির অবসানের দাবি জানানো হবে। এছাড়া নারী অধিকার নিশ্চিতে সরকারের সমর্থন দাবি করা হবে এ ধর্মঘট কর্মসূচীর মাধ্যমে।

ইতিমধ্যে এ কর্মসূচিটি সামাজিক মাধ্যম টুইটারে #UNDÍASINNOSOTRAS হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে মেক্সিকোতে উপরে উঠে এসেছে। যার অর্থ হলো ‘আমাদের ছাড়া একদিন’। প্রায় ১২ কোটি জনসংখ্যার দেশটিতে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে এ কর্মসূচির পক্ষে। ধনী-গরীব, শ্রেণী, জাতি ও রাজনৈতিক দ্বন্দ্ব উপেক্ষা করে এ প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানাচ্ছেন বিপুল সংখ্যক মেক্সিকান নাগরিক।