আমার পুত্ররা নারীবাদী হোক
মেহেরুন নূর রহমান।।
এই লেখাটি যদিও আমার পুত্রদের উদ্দেশ্য করে লেখা, কিন্তু বিশ্বের সকল পুরুষের জন্য উৎসর্গকৃত
আমার পুত্ররা নারীদের তাদের সমকক্ষ মনে করুক। নারীদের মানুষ হিসেবে সন্মান এবং শ্রদ্ধা করুক। কোনভাবেই নারী পুরুষের চেয়ে ছোট- এই ঊন ভাবনা যেন তাদের পেয়ে না বসে।
আমার পুত্ররা নিজেদের প্রভু বা ত্রানকর্তা না ভাবুক। তারা নিজেদের তাদের নারী সঙ্গীর স্বাধীনতার নির্ধারক না ভাবুক। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। নারীকে স্বাধীনতা দেয়া হবে কি হবে না এই সিদ্ধান্ত কোন পুরুষই নিতে পারে না। আমি খুব মহান, আমি আমার স্ত্রী /প্রেমিকাকে অনেক স্বাধীনতা দিয়েছি, জব করতে অ্যালাও করেছি -এইসব বস্তাপঁচা, প্রাগৈতিহাসিক চিন্তা তাদের মগজে না আসুক।
নারীর পোশাক নিয়ে তারা কখনোই কোন অশ্লীল মন্তব্য যেন না করে। পোশাক দেখে কোন নারীকে বিচার করার মত নির্বুদ্ধিতা যেন তাদের না হয়। নারী কোন্ ধরনের পোশাক পারবে, চাকুরি করবে কি করবে না, এই সব সিদ্ধান্ত তাদের পুরুষ সঙ্গী নিতে পারে না। এই সিদ্ধান্ত শুধুমাত্র নারীর নিজের। আমি আশা করবো আমার পুত্ররা এসব ক্ষেত্রে তাদের সংগীর ইচ্ছাকে শ্রদ্ধা করবে এবং নিজের ইচ্ছা চাপানোর চেষ্টা করবে না।
আমার পুত্ররা ধর্ষক না হোক। তাদের আত্মসম্মানবোধ প্রখর হোক এবং বিনা অনুমতিতে কোন নারীকে তারা স্পর্শ না করুক। শয্যায় শেষ মুহূর্তেও যদি তাদের সঙ্গী তাদের “না” বলে, সেই “না” কে তারা সন্মান করতে শিখুক। নিজেকে সম্বরণ করার মত মানসিক জোর তাদের থাকুক। কোন অবস্থাতেই তারা কোন নারীর উপর জোর না করুক, সে নারী তার স্ত্রী বা প্রেমিকা যাই হোক না কেন।
আমার পুত্ররা নারীকে শারীরিক বা মানসিক আঘাত না করুক। যে কোন পরিস্থিতিতে কোন নারীকে শারীরিকভাবে আঘাত করার মত ঘৃণ্য কোন চিন্তা তাদের মাথায় না আসুক।
আমার পুত্ররা গৃহকাজে এবং সন্তান পালনে দায়িত্বশীল হোক। গৃহকাজ এবং সন্তানপালন শুধু নারীদের দায়িত্ব এই পুরুষতান্ত্রিক ভাবনায় তারা প্রভাবিত না হোক। আমি খুব ভালো স্বামী, আমি আমার স্ত্রীকে ঘরের কাজে, বাচ্চা লালনে সাহায্য করি এইসব ভেবে আত্মতৃপ্তি পাবার মত মূঢ় তারা না হোক। স্ত্রী/সঙ্গীর সাথে সমান দায়িত্বে তারা এসব কাজ করুক।
সর্বোপরি আমি চাই আমার পুত্ররা নারীবাদী হোক। নারী-পুরুষের সমতায় বিশ্বাস করুক। এই বোধ তারা গভীরভাবে ধারণ করুক তাদের চিন্তায়, মননে এবং প্রতিফলন করুক কথায় এবং কাজে।
মেহেরুন নূর রহমান: লন্ডনে আন্তর্জাতিক মিডিয়া ও এডভার্টাইজিং সংস্থায় কর্মরত