September 20, 2024
সাহিত্যকবিতাফিচার ৩

রোকেয়া হল

নুসরাত সুলতানা।।

 

প্রিয় রোকেয়া হল,

নোনা দাগধরা পুরোনো দালানে আজো তো বেশ দাঁড়িয়ে আছো।

শিউলি ঝরা সরু হাঁটা পথ, কখনও কি আমায় খোঁজো?

খুব করে মনে পড়লে, হঠাৎ কেমন বুক কাঁপে, সেইসব বোঝো?

কত প্রজন্ম যায় কত প্রজন্ম আসে, তুমি নীরবে আগলে রাখো।

তোমায় ছেড়ে খুব ভালো নেই, কি জানি তুমি কেমন থাকো!

 

সন্ধ্যে আলো জ্বলে উঠতেই সরব চাতকী মেয়ের দল!

প্রিয় কেউ দেখবে বলে আঁকে, কেমন গাঢ় কালো কাজল!

গভীর রাতের বোবা কান্নার সাক্ষী রোকেয়া বেগমের পদতল

মনে কি পড়ে, সেখানে মিশেছে আমার চোখেরও দু’ফোঁটা জল?

 

যখন আমায় কেউ নিলে না, তুমি ঠিকই দিলে ঠাঁই।

এখন আমার নতুন আবাস,তোমার মতো কেউ তো নাই!

অন্য জীবন গড়বো বলে , বিদায় বলে এলাম চলে!

সে জীবন খোঁজার মাঝে, ক্লান্ত আমি হাঁপিয়ে যাই।

 

চলতি পথে তোমার দেখি, যদি আবার ফিরে পাই!

এবার ঠিক গুছিয়ে নেব,বলব না, চলে যাব ছাই!

তোমার কাছেই থেকে যাব, এমন ঘর আর পাই না পাই।

 

বিদায় বেলা কেঁদে আসিনি, খুশিতে ছিলাম ঝলমল

ভালো থাকুন বেগম রোকেয়া, স্মৃতিতে প্রিয় রোকেয়া হল।

ইতি

তোমার এক প্রাক্তন