November 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ৩

স্কুলে বিনামূল্যে পিরিয়ড পণ্য দেবে নিউজিল্যান্ড

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। নিউজিল্যান্ডের সকল স্কুলে মেয়েদের পিরিয়ডকালীন স্যানিটারি পণ্য বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। আগামী জুন মাস থেকে দেশটির প্রতিটি স্কুলে বিনামূল্যে পিরিয়ড স্যানিটারি পণ্য সরবরাহ শুরু হবে। জেসিন্ডা আর্ডেন তার দেশে ‘পিরিয়ড দারিদ্র্য’ দূর করার লক্ষ্যে বৃহস্পতিবার এমন উদ্যোগের ঘোষণা দিয়েছেন।

এর আগে গত বছর পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ডের ১৫টি স্কুলে বিনামূল্যে পিরিয়ডকালীন পণ্য সরবরাহ শুরু হয়েছিল। তবে এবার, অর্থাৎ আগামী জুন থেকে গোটা দেশের প্রত্যেকটি স্কুলেই এসব পণ্য বিনামূল্যে সরবরাহ করা হবে।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন তার ভাষণে বলেন, ‘আমাদের মোট জনসংখ্যার অর্ধেক মানুষের জীবনের কোনো একটি অংশের জন্য তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়’। উল্লেখ্য, নিউজিল্যান্ডে পিরিয়ড স্যানিটারি পণ্য কেনার সামর্থ্য না থাকায় অনেকে মেয়েই পিরিয়ডের সময় ক্লাসে উপস্থিত থাকতে অস্বস্তি বোধ করে। ফলে তারা ক্লাসে অনুপস্থিত থাকে। কেউ যাতে প্রয়োজনীয় স্যানিটারি পণ্যের অভাবে শিক্ষা গ্রহণ থেকে বিরত না হয়—তা নিশ্চিত করতেই স্কুলে স্যানিটারি পণ্য বিনামূল্যে সরবরাহের এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

প্রধানমন্ত্রী আর্ডেন তার ভাষণে আরও বলেন, ‘প্রতি ১২ জনের একজন পিরিয়ডের সময় স্যানিটারি পণ্যের অভাবে ক্লাসে উপস্থিত থাকতে পারেন না। নিম্ন আয়ের মানুষরা প্রয়োজনীয় পিরিয়ড পণ্য ক্রয়ের সামর্থ্য রাখে না’।

উল্লেখ্য, এর আগে স্কটল্যান্ড এমন উদ্যোগ নিয়েছিল গত বছর থেকে স্কটল্যান্ড পৃথিবীর প্রথম কোনো দেশ হিসেবে সারা দেশে সকল স্কুল ও জনবহুল এলাকায় বিনামূল্যে পির‍য়ডকালীন স্যানিটারি পণ্য সরবরাহ শুরু করেছিল। এবার এ তালিকায় নিউজিল্যান্ডের নামও যুক্ত হলো।