November 24, 2024
ফিচার ৩ফিটনেস ও সুস্থতা

গর্ভবতীদের কোভিডে ঝুঁকি মারাত্মক; জেনেবুঝে সিদ্ধান্ত নেবার তাগিদ

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। গর্ভবতী নারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি বেশি। এতে তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন। ভাইরাসটির একাধিক নতুন ভ্যারিয়েন্ট গর্ভবতী নারীদের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। এ ব্যাপারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা সতর্কবার্তা জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশনস অ্যান্ড গাইনোকলোজিস্ট (আরসিওজি) এবং রয়্যাল কলেজ অব মিডওয়াইভস (আরসিএম) গর্ভবতীদের নারীদের জন্য উদ্বেগ প্রকাশ করে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে গর্ভবতী নারীদের ‘মোডারেট রিস্ক গ্রুপ’ বা ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করেছেন বিশেষজ্ঞরা। তবে সম্প্রতি বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভবতী নারীদের মৃত্যুর ঘটনাগুলো উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থার শেষ পর্যায়ে করোনায় আক্রান্ত হলে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থায় আক্রান্ত নারীরা চরম অসুস্থ হয়ে পড়েন। কেননা এসময় বৃদ্ধি পেতে থাকা ভ্রূণের একটি অংশ ফুসফুসে চাপ দিতে থাকে। যেসব মা করোনায় আক্রান্ত অবস্থায় শিশুর জন্ম দেন তাদের বেশিরভাগেরই জরুরি সিজারের প্রয়োজন পড়ে এবং মৃতসন্তান প্রসবেরও আশঙ্কা বেড়ে যায়।

আরসিওজির প্রেসিডেন্ট ডা. এডওয়ার্ড মরিস বলেন, কোভিড সংক্রমণের ক্রমবর্ধমান হার গর্ভবতী নারীদের উপর বিরূপ প্রভাব ফেলবে, এ নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা জানি যে, গর্ভবতী যারা করোনায় আক্রান্ত হয়ে পড়েন, তারা মারাত্মক অসুস্থ হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

বিশেষজ্ঞরা এ ব্যাপারে জোর দিচ্ছেন ভ্যাকসিনের ওপর। গর্ভাবস্থায় করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়া নিরাপদ বলে উল্লেখ করে তারা বলছেন, এ অবস্থায় আপনি নিজেকে রক্ষা করুন এবং একইসঙ্গে আপনার অনাগত শিশুকেও রক্ষা করুন।

এ ব্যাপারে আরসিএম-এর প্রধান নির্বাহী জিল ওয়ালটন বলেন, মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি এই ভাইরাসের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে ভ্যাকসিন গুরুত্বপূর্ণ হাতিয়ার। আপনি যদি এ ব্যাপারে অনিশ্চিত বা উদ্বিগ্ন থাকেন, সবচেয়ে ভালো হয় আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন, এবং জেনেবুঝে সিদ্ধান্ত নিন।

আমাদের সকল তথ্যপ্রমাণ বলছে, গর্ভাবস্থায় ভ্যাকসিন নেওয়া নিরাপদ। এবং আমার অনুরোধ হলো, নিজেকে ও শিশুকে রক্ষা করতে ভ্যাকসিন নিন – বলেন জিল ওয়ালটন।

মূলত ভ্যাকসিন উদ্ভাবনের প্রথম দিকে নিরাপত্তাজনিত কারণে গর্ভবতী নারীদের ভ্যাকসিনেশনের আওতার বাইরে রাখার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে পরবর্তীতে গর্ভবতীরা ভ্যাকসিন নিলে অতিরিক্ত কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরসিওজির বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, তাদের নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্যে ৫৮ শতাংশ গর্ভবতী নারী ভ্যাকসিন নিতে চান না। আরসিওজি উদ্বেগ প্রকাশ করে জানায়, গর্ভবতীরাই একমাত্র ঝুঁকিপূর্ণ গ্রুপ যাদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।