January 22, 2025
নারী'র খবরবিদেশফিচার ২

নিজের পরিচয় গোপন রেখে যৌন নিপীড়নের মামলা করতে পারবে মিশরের মেয়েরা

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। যৌন নিপীড়নের অভিযোগকারীর পরিচয় প্রকাশ না করতে এক নতুন আইন করেছে মিশর। নারীরা যাতে বিনা সঙ্কোচ ও ভয়ে তাদের প্রতি ঘটা যৌন নিপড়নের বিচার চাইতে পারেন সে লক্ষ্যেই এই আইনটি করলো মিশরের পার্লামেন্ট। সাধারণত মিশরে যৌন নিপিড়নের অভিযোগ করার পর পরিচয় প্রকাশ হলে অনেক নারী সামাজিক হেনস্তার শিকার হোন। ফলে অভিযোগ করা থেকে বিরত থাকেন তারা।

মিশরের এই নতুন আইনে যৌন নিপীড়নের শিকার হওয়া যে কাউকে অজ্ঞাত পরিচয় দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ নিপীড়িত নারী চাইলে এখন থেকে অজ্ঞাত পরিচয়েও অভিযোগ করতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া  হ্যাশট্যাগ মিটু আন্দোলনের ঢেউ লাগে মিশরেও। সেদেশেও শতাধিক নারী তাদের প্রতি ঘটা যৌন নিপীড়নের ঘটনা তুলে ধরেন এবং তারা জানান, ঘটনার সময়  আইনের আশ্রয় নেওয়ার জন্য মিশরে পরিবেশ নেই।

মিশরের নারী সংসদ সদস্য ঘাদা ঘারীব বলেন, নারীর অধিকার রক্ষা করে এমন আইনসমূহ তৈরির পথে এটি একটি পদক্ষেপ মাত্র। সরকার লক্ষ্য করেছে, সমাজে কলঙ্কিত হওয়ার ভয়ে নারীরা যৌন নির্যাতনের অভিযোগ করে না। ঘারীব আশা প্রকাশ করেন, নতুন এই আইন প্রণয়ন হওয়ায় নারীরা অধিক নিরাপদ বোধ করবেন ও তাদের প্রতি ঘটা যৌন নির্যাতনের ঘটনায় অভিযোগ জানাবেন।

উল্লেখ্য, আইনটি গত জুলাইয়ে মিশরের মন্ত্রীসভায় পাস হয়। পরে এটি মিশরের পার্লামেন্টে উপস্থাপন করা হলে সেখানেও পাস হয় ও আইনে পরিণত হয়।