January 22, 2025
মন ও জীবন যাপন

আপনি কি একজন ‘আলফা নারী’?

অনুবাদ – সাদিয়া মেহজাবিন

আপনি কি কখনো ‘আলফা নারী’ সম্পর্কে শুনেছেন? হ্যাঁ, আলফা ফিমেল বলে সেই নারীদের যারা শক্তিশালী, ক্ষমতাধর এবং অবশ্যই সফল, যারা কোনো না কোনো নেতৃত্বের ভূমিকায় আছেন ও স্বাধীনভাবে নিজের জীবন যাপন করছেন। আপনি তাদের দেখে হয়তো ভাবতে পারেন, তারা কি আদৌ শক্তিশালী নাকি এসব কেবলই বাইরের আবরণ? সত্য হলো, আপনি যখন কাউকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন, তখনই তার সম্পর্কে কিছু বিষয় খুঁজে বের করতে পারবেন। এমন অনেক লক্ষণ আছে যা একজন আলফা নারীকে চিনিয়ে দিতে সাহায্য করে।

আলফা নারী কিংবা ক্ষমতাবান ও সফল নারীর বৈশিষ্ঠ্য

১. আপনি সবসময় সকলের মনোযোগের কেন্দ্রে থাকেন – কেবল আপনি চান বলে নয়, বিষয়গুলো আসলে এভাবেই হয়। আপনি যখন কোনো অনুষ্ঠানে থাকবেন, সকলে আপনার সাথে কথা বলতে চাইবে কারণ আপনি আত্মবিশ্বাসী। যখন কর্মস্থলে থাকবেন, কোনো নতুন প্রকল্প নিয়ে আপনার সহকর্মীরা আপনার পরামর্শ চাইবে। যেকোনো বিষয়ে তারা আপনার উপর নির্ভর করবে কারণ তারা জানে আপনি প্রকৃতপক্ষে একজন ভালো নেতা। তারা এও জানে আপনি কিভাবে সব পরিস্থিতি সামলে নিচ্ছেন।

২. আপনার জীবনের একটা উদ্দ্যেশ্য আছে – কিছু লক্ষ্য আছে এবং সেগুলো অর্জনের জন্যে আপনি কঠোর পরিশ্রম করে চলেছেন। আপনি সেই ব্যক্তি যে প্রতিদিন চেষ্টা করছেন কিভাবে আরো ভালো ও শক্তিশালী হয়ে বাঁচা যায় এবং তা নিয়ে কাজ করছেন। গড়পড়তা হওয়া আপনার কাজ নয়। আপনার জন্মই কেবল বিজয়ের জন্যে এবং তার আগ অব্দি আপনি শান্ত হন না।

৩. আপনি একা থাকতে পছন্দ করেন – আপনি জানেন, অনেকে একা থাকতে ভালোবোধ করে না কিন্তু আপনি তাদের মধ্যে নন। একা থাকার ফলে নিজেকে রিচার্জ করার সময় পান এবং নিজের জন্যে কিছু গুরুত্বপূর্ণ সময় ব্যয় করতে পারেন। প্রতিদিন যদি আপনি এক ঘণ্টা করে নিজের জন্যে সময় ব্যয় না করেন তবে আপনি ভালোবোধ করবেন না। আপনি যা করছেন তা নিয়ে ভাবতে এবং সমস্যার সমাধান খুঁজে পেতে পছন্দ করেন। হ্যাঁ, একা থাকার সময় একমাত্র এটিই একটি কাজ নয় যা আপনি করেন। ভালো উষ্ণ স্নান বা প্রিয় পানীয় পান করে বা টিভিতে ভালো সিনেমা বা সিরিজ দেখে নিজেকে খুশি রাখতে ভালোবাসেন।

৪. আপনি জানেন ভারসাম্য কতটা জরুরি – নিজের জীবনে সঠিক ভারসাম্য আনতে আপনি প্রচুর পরিশ্রম করছেন। আপনি আপনার শরীরের যত্ন নেন কারণ মনে করেন এটি একটি গুরুত্বপূর্ণ গ্রেইল। অন্যপক্ষে আপনি বুদ্ধিবৃত্তিক চর্চাকে বেশি গুরুত্ব দেন কারণ জানেন যে, প্রজ্ঞা এবং জ্ঞান একটি সুন্দর চেহারার চেয়েও কতটা জরুরি। সর্বোপরি আপনাকে ঘিরে থাকা সবকিছুতেই আপনি ভারসাম্য খুঁজে চলেন।

৫. পরিবর্তনকে আপনি সমস্যা মনে করেন না – একজন বাস্তব আলফা নারী পরিবর্তন ভয় পান না। মূলত বাদবাকি সব স্বাভাবিক বিষয়ের মত পরিবর্তনকেও আগলে নেন। যেমন – নতুন বাড়িতে যাওয়া বা নতুন গাড়ি কেনা। আপনি জানেন এটি আপনার সাথে ঠিকভাবে যাবে। পরিবর্তন ইতিবাচক নাকি নেতিবাচক তারচেয়েও বেশি পরিবর্তনটা জরুরি কেননা যারা পরিবর্তন করেন না তারা মূর্তির মত। ফলে জীবনের কিছু বিষয়ে পরিবর্তন করাটা আপনাকে আনন্দ দেয়, প্রাণবন্ত রাখে।

৬. আপনি মানুষকে ভালোবাসেন – এটি আপনার কাছে খুবই স্বাভাবিক। আপনি মনে করেন বিশ্বের সকলের একে অপরকে সাহায্য করা উচিত। ফলে কোনো ব্যতিক্রম ছাড়াই আপনি সকলকে ভালোবাসেন যা নিঃশর্ত, সত্য এবং বিশ্বস্ত। যদিও অন্যদের বিপরীর লিঙ্গের সাথে যোগাযোগে সমস্যা হয় কিন্তু এক্ষেত্রেও আপনি আত্মবিশ্বাসী। আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সাথে সাক্ষাৎ বা মেশা কঠিন কিছু নয়। যা আপনাকে একজন শক্তিশালী আলফা নারীতে পরিণত করে।

৭. মানুষ সবসময় আপনাকে বুঝতে পারে না –  এমন কিছু বিষয় আছে যা আপনি বিশ্বাস করেন বা বোঝেন তা অন্যরা না বুঝলেও আপনাকে পরিবর্তন করতে পারে না। আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি যেখানে সবাই একইরকম থাকতে পছন্দ করে, একই পোশাক পরা, এক ধরনের মেকাপ, একই গাড়ি চালানো ইত্যাদি। কিন্তু আপনি জানেন আপনি অন্যরকম এবং তাদের অংশ হতে চান না। কেননা আপনি নিজের সাথে নিজেই দূর্দান্ত।

৮. আপনি ঝুঁকি নিতে ভালোবাসেন – আপনি জানেন, যে সাহসী, সেই জেতে, যা আপনার সাথেও একইরকম। নতুন কিছু শিখতে এবং ঝুঁকি নিতে ভালোবাসেন। এটি আপনাকে উজ্জীবিত করে এবং নাড়া দেয়। অন্যরা যেটাকে ঝুঁকি মনে করেন, সেটাকে আপনি সুযোগ হিসেবে দেখেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি সঠিক প্রমাণিত হয়।

৯. আপনি কখনোই হাল ছেড়ে দেন না – যা আপনার সেরা গুনাবলীর মধ্যে একটি। এটি আপনাকে সমাজে সফল হতে ও বাকিদের থেকে আলাদা করতে সাহায্য করে। আপনি যখন লক্ষ্যে স্থির হন তখন অবিচল ও একগুঁয়ে। আপনি ১০০% নিশ্চিত আপনি বিষয়গুলোতে আরো ভালো করতে পারবেন, অন্যথায় আপনাকে কেউ ভুল বোঝাতে পারে না।

১০. আপনি কম আবেগ প্রদর্শন করেন – এমনকি চরম দুঃখের দিনেও আপনার মুখে হাসি থাকবে। আপনার সমস্যা জানা দরকার কেবল আপনার, অন্যদের নয় এবং আপনি উপযুক্ত সময়ে তা প্রকাশ করেন। আপনি কেবল অনুভূতিতেই তাদের সন্ধান করছেন, আবেগে তাদেরকে প্রশ্রয় দেন না। প্রয়োজনে ব্যক্তিগত জায়গায় আপনি আবেগত্বারিত হবেন কিন্তু অন্য কোথাও নয়, কেননা আপনি জানেন অনেকেই তার সুযোগ নেবে। একজন আলফা নারী প্রায়শই এমন করে থাকেন, যা দ্বিগুন তলোয়ারের ধার হিসেবে কাজ করে। একজন আলফা নারী হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার আবেগকে আপনি কতটা দমন করবেন আর করবেন না, কেননা এটি পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে।

১১. বন্ধুদের সমস্যায় আপনি তাদের সাহায্য করেন – যদিও সেটা আপনার কাজের বিষয় না তবুও বন্ধুদের সমস্যাকে আপনি আপন করে ভাবেন। পরিণতির কথা জেনেও যখন আপনার বন্ধুদের কেউ বিরক্ত করে তখন আপনি তাদের ঢাল হয়ে সাহায্য করেন। আপনার শোনার দক্ষতা বেশ প্রবল তাই লোকেরা আপনাকে তাদের সমস্যার কথা জানাতে বেশ পছন্দ করে। তারা নিশ্চিত তাদেরকে আপনি চিরকাল আগলে রাখবেন, আঘাত করবেন না যদি না তারা সেটির যোগ্য হয়।

 ১২. আপনি খুব সহজেই মানুষ চিনতে পারেন – যদিও এটা জানার পর মানুষ সচেতন হয় না যে আপনি বেশ ভালো মানুষ পড়তে পারেন। আপনাকে কেবল তাদের দৈহিক ভাষার দিকে নজর দিতে হবে এবং এটি তারা কিভাবে করছে তা বুঝতে হবে। আপনি খুঁজে বের করতে পারেন যে, তারা মিথ্যাবাদী, ঘৃণাকারী বা ভালো মানুষ নন।

এতসব গুণাবলীর কারণে পুরুষেরা আপনাকে ভীতিজনক মনে করতে পারে তবে এতে চিন্তিত হবেন না। এর বাইরে যারা আছেন তারা আসলেই সবাইকে সামলাতে পারে।

আলফা নারীরা একত্রিত হন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *