November 10, 2024
সম্পাদকীয়

আমলাদের হাত কত শক্তিশালী?

শারমিন শামস্।। সাংবাদিকতার উপরে অনেক বড় আঘাত এসেছে। এই আঘাত একেবারে নতুন কিছু নয়। কিন্তু যে ধরণ, তা নতুন। এভাবে প্রকাশ্যে একজন জেষ্ঠ্য সাংবাদিককে আটকে রেখে নির্যাতন করা, তাকে নির্যাতন করতে করতে অসুস্থ করে ফেলা, তার পরনের দোপাট্টা টেনে নেয়া, আঘাত করা, মোবাইল কেড়ে নেয়া, অপমানসূচক কথা বলা- এ সবই ঘটেছে প্রশাসনের সর্বোচ্চ মহল, সর্বোচ্চ স্থানে। সচিবালয়ে। এটা কীভাবে সম্ভব? অসংখ্য সাংবাদিককে বাইরে রেখে একজন নারী সাংবাদিককে ঘরের ভেতরে আটকে রেখে, তাকে চোর অপবাদ দেয়া! সে কী চুরি করেছে? আপনাদের দুর্নীতির প্রমাণপত্র? আপনাদের চরম অন্যায়ের দলিলগুলো? কার স্বার্থে করেছে?

দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি আজ সর্বজনবিদিত। সরকারের আর সব অর্জন আজ ব্যর্থ বলে প্রতিপন্ন হয়ে উঠবার পথে শুধুমাত্র স্বাস্থ্য অব্যবস্থাপনা আর দুর্নীতির চাপে। সরকার যে নিজেই নাজেহাল এই দুর্নীতি নিয়ে, তা আজ তাদের এই বেপরোয়া দাম্ভিক অসভ্য আচরণেরই প্রমাণ হয়ে গেল। গণমাধ্যমের একজন সিনিয়র কর্মীকে দুর্নীতিবাজ আমলারা প্রকাশ্যে নির্যাতন করেছে সাংবাদিকতার দায়ে! দেশের ইতিহাসে এমন ঘটনা বিরল। আমলাদের হাত আজ কত শক্তিশালী? তারা কি তবে দেশের মালিক হয়ে গেছে? নাকি দেশের সকল ক্ষমতায় তারাই অধিষ্ঠিত? সরকারও কি তাদের হাতের পুতুল?

সাংবাদিক রোজিনার মুক্তি চাই। একই সাথে তাকে নির্যাতনকারী  সরকারি আমলা ও কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তাদের অর্থ সম্পদের হিসেব চাই। তাদের দুর্নীতির তদন্ত চাই।

সেইসাথে আবারো অরণ্যে রোদন। মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতা নিশ্চিত করুন। এতে সরকারেরই লাভ হবে। রোজিনা ইসলাম দেশের সম্পদ। তাকে যথাযথ মূল্যায়ন করুন। তাকে জেলের গরাদে ঢুকিয়ে যে পাপ করলেন, দ্রুত তাকে মুক্তি দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করুন। সাংবাদিকদের নিরাপত্তা চাই। সুস্থ গণতান্ত্রিক ধারা অটুট রাখতে গণমাধ্যমের মুখ চেপে ধরা বন্ধ করুন। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেবেন না।